অনলাইনে ইনকামের কথা শুনলে এখন ভয়-ই করে, কারণ আমাদের দেশের কিছু অসাধু ব্যাক্তি অনলাইন ইনকাম এর নামে “এল এম এল” ব্যাবসা শুরু করেছে। ৫০০০-৭০০০ টাকা রেজিস্ট্রেশন ফী নিয়ে ধরিয়ে দিচ্ছে পিটিসি নামের এক আজব জিনিস, তারপর টাকা দেয়ার সময় হলে উধাও হয়ে যাচ্ছে।
যাইহোক, কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি। আজকে অনলাইনে ইনকামের টাইপিং (ডাটা এন্ট্রি জব) পদ্ধতি নিয়ে আলোচনা করব। হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্যই এই পোস্ট। এই পদ্ধতিতে কাজ করলে আপনি নিশ্চিত কিছু না কিছু উপার্জন করতে পারবেন (অল্প হলেও)। সহজ কাজ, দেখে দেখে টাইপিং করা (ক্যাপচা এন্ট্রি/ইমেজ সলভ করা)। প্রতি ১০০০ ইমেজ সলভের জন্য ওরা আপনাকে ১.০৫ ইউএস ডলার প্রদান করবে (এই রেট সময় অনুসারে কম বেশি হয়, বাংলাদেশি সময় রাত ১টা থেকে ভোর ৪ টা পর্যন্ত এই রেট কার্যকর)। আর আপনার টাইপিং স্পীড ভাল হলে এই কাজটি করতে আপনাকে সর্বোচ্চ ১ ঘণ্টা খাটতে হবে, বিনিময়ে ১০০-১১০ টাকা ইনকাম।