আমরা
অনেক সময় কম্পিউটারে বিভিন্ন ডিভাইস প্রবেশ করাই। কিন্তু এগুলো Auto
play হলে ডিভাইসে থাকা ভাইরাস গুলো সহজে Read হয়ে কম্পিউটারে প্রবেশ করে। তাই আসুন শিখেনেই কিভাবে Windows
XP তে Auto play বন্ধ করা যায়..
১।
প্রথমে Start
মেন্যু থেকে Run এ গিয়ে gpedit.msc
লিখে এন্টার চাপুন।
২।
এরপর যে ডায়লগ বক্স খুলবে সেখানে বাম দিকে Administration
Templates থেকে System
সিলেক্ট করুন।
৩।
সেখান থেকে Turn off Auto Play তে ক্লিক করুন। যে
বক্স আসবে সেখান থেকে Enable অপশনটি সিলেক্ট করুন এবং All
Drive সিলেক্ট করে দিন। এখন Apply & Ok দিয়ে বের হয়ে যান।